বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে পানিতে ডুবে ফাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর সলিল সমাধী হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি গ্রামে সাইফুল মীরের ছেলে শিশু ফাহিম বাড়ির উঠানে বল নিয়ে খেলছিলো। এক পর্যায়ে তার হাত থেকে বল পাশের ডোবায় পড়ে গেলে তা তুলতে গিয়ে সেও ডোবার পানিতে পড়ে যায়। ফাহিমকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় শিশুটির পিতাসহ স্বজনদের আহাজারীতে হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান জানান- হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.