ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬০০। আজ রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৪। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪। আর করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন সংক্রমিত ১৮৭ জনের মধ্যে বরিশাল জেলার ৭৭, পটুয়াখালীর ২০, ভোলার ৭৮, পিরোজপুরের ৬, বরগুনার ২ ও ঝালকাঠির ৪ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৪২ জন করোনা শনাক্ত হলো।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড় অনেক কমেছে। আজ সোমবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১৫৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরেই এ হাসপাতালে রোগীর চাপ কম। গত জুলাই ও চলতি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩০০ শয্যার বিপরীতে এখানে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমেছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network