বরগুনায় ঘুষ নেওয়ায় এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত ২

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

বরগুনায় ঘুষ নেওয়ায় এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান চাকরিচ্যুত, বরখাস্ত ২

বরগুনা প্রতিনিধি :: ঘুষ নেওয়ার ঘটনায় বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও দু’জনকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত কর্মকর্তা হলেন-বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক্যাল ফোরম্যান মো. জিয়াউর রহমান।
বরখাস্ত দুই কর্মকর্তা হলেন- এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।
নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা এলজিইডি, সদর উপজেলা এলজিইডি ও আমতলী উপজেলা এলজিইডি কার্যালয়ের কয়েকটি ঘুষের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন