ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১
ঝালকাঠির রাজাপুরে নদীতে পরে নিখোঁজের দুই দিন পর খেয়াঘাটের মাঝি শামসুল হক হাওলাদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জলাবাড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুল বড়ইয়া ইউনিয়নের কলাকোপা গ্রামে মৃত সৈজউদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বড়ইয়া ইউনিয়নের জাঙ্গালিয়া নদীর কলাকোপা খেয়াঘাটের মাঝি শামসুল নদীতে পড়ে নিখোঁজ হন। পরে দমকল বাহিনীর কর্মীরা ও স্থানীয়রা নদীতে অনুসন্ধান করেও তাঁকে খুঁজে পাননি।
ঘটনার দু’দিন পর ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে জলাবাড়ি খালে মাছ ধরার জালের বাঁশের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শামসুল মাঝি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি একাধিকবার নৌকা থেকে নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বুধবার বিকেলে তিনি নৌকায় একাই বসে ছিলেন। হঠাৎ পানিতে কিছু পড়ার শব্দ হলে খেয়াঘাটের দোকানে বসে থাকা লোকজন বুঝতে পারেন শামসুল নদীতে পড়ে গেছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে মরদেহ দফনের ব্যবস্থা করা হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network