বরিশাল বিভাগে ১৯ জন এনেস্থেসিওলজিস্ট নিয়োগ

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

বরিশাল বিভাগে ১৯ জন এনেস্থেসিওলজিস্ট নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগে ১৯ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিওলজি) চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।
জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস বিশেষ পরীক্ষা ২০২১ এর ফলাফলের ভিত্তিতে এসব চিকিৎসকদের নিয়োগ ও পদায়ন করেছে। বিভাগে মোট ৩৬টি এনেস্থেসিওলজি চিকিৎসকের পদ শূন্য ছিলো। এরমধ্যে ৩০ জনের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছিলো। এর মধ্যে বরিশাল জেলার হিজলা ও আগৈলঝাড়া বাদে বাকি আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে পদায়ন করা হয়েছে। তবে বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত চিকিৎসক শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে হাসপাতালে দায়িত্ব পালন করবেন। এছাড়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া, নাজিরপুর এবং কাউখালী, বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা, পটুয়াখালী জেলার বাউফল ও কলাপাড়া, ঝালকাঠি জেলার জেনারেল হাসপাতাল, নলছিটি, রাজাপুর এবং ভোলা জেলার জেনারেল হাসপাতালে একজন করে এনেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নকৃতদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন