মোটরসাইকেল কিনে না দেওয়ায় বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী রাইয়ান (১৫) আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ডের নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই সুলতান মাহমুদ। তিনি জানান, ব্রাউন কম্পাউন্ডের বাসিন্দা শাহজাদার ছেলে রাইয়ান মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদক সেবনের ঘটনায় বাসায় ঝামেলা করতো।
এ নিয়ে পরিবারের সাথে ধারাবাহিকভাবেই পিতামাতার সাথে বিবাদ করে আসছিল। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে মা বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করেছিল। কিন্তু তা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.