ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১
দক্ষিণ বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ভোলার চরফ্যাসন উপজেলার ২০ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢালচরের দক্ষিণে বঙ্গোপসাগরের শিবচর এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
মৎস্য ঘাটের আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত ২০ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন- ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার, ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ, মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আব্দুল মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম, নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন এবং মো. রুবেল।
এছাড়া অপর ৪ জেলের নাম-পরিচয় জানা যায়নি।
নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
মৎস্যঘাট সূত্রে জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের এফবি জননী নামে মহিউদ্দন মাঝির মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ২০ জন জেলেসহ গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। মঙ্গলবার গভীর রাতে ঢালচরের শিবচর এলাকার অদূরে ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে নদীতে থাকা অপর জেলেরা নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তাণ্ডবে ব্যর্থ হয়।
উদ্ধার অভিযানে যাওয়া জেলেরা জানান, প্রবল স্রোতে ট্রলারসহ জেলেরা সাগরে ভেসে গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোস্টগার্ডকে অবগত করা হয়েছে।
চরমানিকা কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network