ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১
প্রত্যাশা অনুযায়ীই শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। আজ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বাংলাদেশ দল। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের গোলটি করেছেন তপু বর্মন।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার সঙ্গে আগের দুই লড়াইয়ে এক জয় ও এক হার বাংলাদেশের। লঙ্কানদের সঙ্গে শেষ দেখায় জয়ের হাসি জামাল ভূঁইয়াদের। ২০২০ বঙ্গবন্ধু কাপে লঙ্কানদের ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। গত দেড় বছরের ব্যবধানে অনেক কিছুই বদলেছে জাতীয় দলে। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে প্রথম ম্যাচ।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার সঙ্গে আগের দুই লড়াইয়ে এক জয় ও এক হার বাংলাদেশের। লঙ্কানদের সঙ্গে শেষ দেখায় জয়ের হাসি জামাল ভূঁইয়াদের। ২০২০ বঙ্গবন্ধু কাপে লঙ্কানদের ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। গত দেড় বছরের ব্যবধানে অনেক কিছুই বদলেছে জাতীয় দলে। নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে প্রথম ম্যাচ।
বিরতির পর একের পর আক্রমণ করতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে বাংলাদেশকে উল্লাসে ভাসান তপু বর্মণ। ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশে। অসাধারণ স্পট কিকে বল জালে জড়ান তপু। ম্যাচের বাকি সময় লাল-সবুজরা একাধিক সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পান।
এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দেশ অংশ নিয়েছে। অন্য বছর গ্রুপ পর্ব থাকলেও এবার তা নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দেশ ট্রফির জন্য মুখোমুখি হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network