ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১
দক্ষিণালের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক বরিশাল প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল হাসানের ১৭ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর বগুড়া রোড মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। শুরুতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে মরহুমের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়। এসময় সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত বাবলু, ফটো সাংবাদিক জুয়েল রানা, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন নাট্যাভিনেতা সিরাজুম মুনির টিটু।উল্লেখ্য সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network