শামীম আহমেদ :: বরিশাল-ঝালকাঠী আঞ্চলিক সড়ক ও নগরীর রুপাতলী এলাকার উকিলবাড়ি সড়কে কর্তব্যরত অবস্থায় গ্যাসচালিত অটোগাড়ির সংঘর্ষে নেজারুল ইসলাম নামের এক (বিএমপি) পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) আঃ রহিম। তিনি জানান, আজ শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর রুপাতলী এলাকায় নেজারুল ইসলাম দায়িত্ব পালনকালে উকিল বাড়ি সড়কে দ্রুতগামি গ্যাসচালিত নীল অটোগাড়ি তার উপরে উঠিয়ে দিলে গুরুতর আহত হয়। তাকে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.