ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় পাটুরিয়া ঘাট এলাকায় ছিলেন পরিবহন শ্রমিক মাইনুল হোসেন। তিনি বলেন, চোখের সামনে ফেরি শাহ আমানত কাত হয়ে আংশিক ডুবে যায়।
মাইনুল হোসেন বলেন, ‘আজ সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ফেরি শাহ আমানতের তলা ফেটে ধীরে ধীরে ডুবতে শুরু করে। ওই অবস্থায় আমাদের চোখের সামনে ফেরি থেকে দ্রুত গতিতে দুটি গাড়ি নামতে পারে। তবে বাকি কোনো গাড়ি নামতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ফেরিটি কাত হয়ে ঘাটেই আংশিক ডুবে যায়। মুহূর্তেই বাকি গাড়িগুলো ডুবে যায়। এ সময় কয়েকটি পণ্যবাহী ট্রাক ভাসতে থাকে।’
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি সকাল ৯টার দিকে ১৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে ছেড়ে যায়। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি ট্রাক নিয়ে রো রো ফেরি শাহ আমানত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি পাটুরিয়া ঘাটের কাছে গিয়ে কাত হয়ে আংশিক ডুবে যায়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network