ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
দেশে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এটি গত ১৭ মাসের মধ্যে করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে এক দিনে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত বছরের ৫ মে। সেদিন একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২২।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। দুজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দেশের বাকি সাত বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
বিজ্ঞাপন
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০২ জন সুস্থ হয়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network