ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন থেকে দুই কোটি টাকা মূলের তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের বাঁশতলা নতুনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম (৪২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে গোলবুনিয়া গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (৫৮)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি।
উদ্ধার তক্ষকটির দাম দুই কোটি টাকা হবে দাবি করে ওসি বলেন, তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network