ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
হিজলা প্রতিনিধি >> বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সমিতি সভাপতি মাস্টার মোঃ খলিলুর রহমান, প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক(লাবলু) প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মানবধিকার কমিশন হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন, আলীগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন কামালসহ অন্যান্য শিক্ষক নেতারা।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন উপজেলা শিক্ষক সমিতির নেতা ফখরুদ্দিন ফোরকান।
মানববন্ধনে শিক্ষক নেতারা তাদের বক্তব্য বলেন- আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তাহলে পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন হিজলা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
গত ২৯ শে ডিসেম্বর হিজলা উপজেলার পশ্চিম পাল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামের ওপর এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে। সেই হামলার প্রতিবাদে হিজলা উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network