ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। বুধবার রাতে আলাদা আলাদা টুইটে নিজেদের আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন টালিগঞ্জের এ তারকা জুটি। কয়েকদিন ধরেই জ্বরে ভূগছিলেন রুক্মিনী। দিন দুয়েক আগে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এলেও বুধবার তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান এ অভিনেত্রী। মঙ্গলবার রুক্মিনীর জ্বরের খবর গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার মধ্যরাতে এক টুইটে সেই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন এ চিত্রনায়ক। বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়ার পর রাতে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার কথা জানান দেব। তিনি টুইটে জানান, আক্রান্ত হলেও তার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।
বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন। রুক্মিনী মৈত্র টুইটে জানান, পারিবারিক চিকিৎসকের পরামর্শে তিনিও বাসায় আইসোলেশনে আছেন
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network