ঢাকা ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মইন হাওলাদার মারা গেছেন। গতকাল রোববার বেলা ৩টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মইন রাজাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদারের একমাত্র ছেলে এবং তিনি রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল পিরোজপুর আঞ্চলিক সড়কের রাজাপুর বিশ্বাস বাড়ি নামক স্থানে বিপরীতমুখী টমটমের সঙ্গে মইনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মইন গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অবস্থার অবনতি হলে, রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network