ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
ক্রাইস্টচার্চ টেস্টে আজ নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে টাইগাররা পঞ্চমস্থানে উঠেছিল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারে এক ধাপ পেছাল বাংলাদেশ।
এখন পর্যন্ত ৪ টেস্টে ১ জয়, ৩ হারে বাংলাদেশের ১২ পয়েন্ট আছে। জয়ে শতাংশের হিসাবে ৩৩.৩৩। বাংলাদেশের উপরে আছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকা। তালিকায় বাংলাদেশের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পয়েন্ট জয়ের শতাংশে সবার উপরে অস্ট্রেলিয়া। এই আসরে ৪ ম্যাচ খেলে ১টি করে জয়-ড্র ও ২টি হারে ১৬ পয়েন্ট আছে নিউজিল্যান্ডের। তারা আছে অষ্টমস্থানে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network