একদিনে করোনা শনাক্ত ফের ১০ হাজার ছাড়ালো

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

একদিনে করোনা শনাক্ত ফের ১০ হাজার ছাড়ালো

দেশে করোনা শনাক্ত পাঁচ মাস পর ফের দশ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮৮ জনে পৌঁছেছে। এ সময় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৬ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৪১ হাজার নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৮৮৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ১০ অগাস্ট, সেদিন ১১ হাজার ১৬৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৮০ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

সংবাদটি শেয়ার করুন