অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে সব অফিস

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে সব অফিস

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আগামী দুই সপ্তাহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই সময়ে সরকারি বেসরকারি অফিস অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে বলে জানান তিনি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

অর্ধেক লোক দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এটা খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে চলে আসবে। গণপরিবহনে যাতে ভোগান্তি না হয়, সে জন্য অর্ধেক লোক দিয়ে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন