ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরের পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রেখে সশরীর পরীক্ষা গ্রহণ চালু থাকবে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম আজ শনিবার বিকেলে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
সভা সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো চালু রেখে ঘোষিত এবং চলমান সেমিস্টার ও বর্ষ ফাইনাল পরীক্ষাগুলো সশরীর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও যথারীতি অব্যাহত থাকবে। তবে সশরীর পাঠদানের বদলে পাঠদান হবে অনলাইনে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক সব কার্যক্রম সশরীর চলমান থাকবে। একই সঙ্গে সশরীর পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের যাতে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে না হয়, সে জন্য পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনগুলো চলাচল করবে।
প্রক্টর খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের সবাইকে করোনাভাইরাসের ন্যূনতম প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হল খোলা রাখা হয়েছে। বাইরে থেকে আসা-যাওয়ায় সংক্রমিত হওয়া রোধে হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে গেছে। তাই সেশনজট এড়াতে ক্লাসগুলো অনলাইনে নেওয়ার পাশাপাশি সশরীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীর হবে। মিডটার্ম পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে হবে। পরে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। পরীক্ষাসূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহনসেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network