ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২
পটুয়াখালীর হেথালিয়া নামক এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এবং বাস দুটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কুয়াকাটা টু বরিশাল মহাসড়কে বরিশাল থেকে ছেড়ে যাওয়া আশা পরিবহন ও বরিশালগামী সাকুরা পরিবহনের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকুরা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে হেথালিয়া এলাকা অতিক্রম করছিল এমন সময় বিপরিত দিক থেকে আশা পরিবাবহনের বাসটি দ্রুত গতিতে ছুটে আসে। এতে উভয় বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network