ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২
দরিদ্র ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়।
বুধবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারা দেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে বরিশাল জোনে বাছাইকৃত ১০০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।
করোনায় ক্ষতিগ্রস্ত ওই সব পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। এরই অংশ হিসেবে কয়েক হাজার শিক্ষার্থীকে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এ সহায়তা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network