ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২০

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ২০

ভোলা প্রতিনিধি / ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটিতে থাকা ১৯ এবং মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মনিরাম বাজারের বটতলা সংলগ্ন ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আইচা থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে বাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। বাসটির ১৯ যাত্রী ও মোটরসাইকেলের চালক আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে পাঠায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ৪ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন