১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
কয়েক দিন আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেছেন।

করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষা করে গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন