এ মাসের শেষ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে, আশা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

এ মাসের শেষ নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে, আশা প্রধানমন্ত্রীর

পরিস্থিতির উপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এখন একটু খারাপ সময় গেলেও আমরা আশা করি এ মাসের শেষে দিকে অবস্থার একটু পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারবো।’

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি। খবর বাসসের।

এর আগে, প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণের কাছ থেকে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন গ্রহন করেন। এ সময় তার সরকার সর্বস্তরের মানুষকে সুরক্ষার জন্য টিকা দেওয়ার যে ব্যবস্থা নিয়েছে তার আওতায় এসে সকলকে টিকা গ্রহণের আহ্বান পুণর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন