ঝালকাঠির গ্রামেও সর্বনাশা নেশার উপকরণ পৌঁছে যাচ্ছে। ডিবি পুলিশের অভিযানে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে ৫শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মো. মাইনউদ্দিন এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওই গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (৩৪), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তেলকারা গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে সুমন শেখ ওরফে উজ্জল (৪০), নলছিটি উপজেলার ঢাপর গ্রামের মৃত হামেদ হাওলাদারের ছেলে মো. আব্বাস আলী হাওলাদার (৫৮) ও বরিশালের কোতয়ালী থানার রুপাতলী এলাকার মোবারক সরদারের ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ (২৩)।
পুলিশ পরিদর্শক মাইনউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনকে ডিবি পুলিশের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.