উজিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

উজিরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের উজিরপুরে সুমাইয়া আক্তার নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৫ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় চাঁন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার হাবিবপুর কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ জানায়, কলেজছাত্রীর লাশটি বাড়ির পিছনে একটি ঝুলতে দেখে থানায় খবর স্বজনেরা। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের দাবি, কলেজছাত্রী কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তাদের ধারণা সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু প্রাথমিক ভাবে বলা যাচ্ছে এটি আত্মহত্যা না কী হত্যা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন