ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের টেস্ট সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। আইপিএলে খেলবেন বলে আসন্ন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছুটি নেওয়ার কথা মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে রেখেছিলেন। কিন্তু আইপিএলের নিলামে কোনো দলই তাকে নেয়নি। বিসিবির সূত্র জানিয়েছিল, তারা অপেক্ষা করছে সাকিবের মতামতের জন্য।
কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন তামিম ইকবাল। গত বছর থেকে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ছিল। অনেকেই আর টি-টোয়েন্টিতে তামিমকে দেখতে চান না। এমন কথাও মিডিয়ায় এসেছে যে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও নাকি তামিমকে চান না! তাই একপ্রকার অভিমানেই ছুটি নিয়েছেন তামিম। কিন্তু ৩৫ বছর বয়সী সাকিব আল হাসান কেন টেস্ট থেকে ছুটি চান? এই খবর ফাঁস করেছেন নাজমুল হাসান স্বয়ং!
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘সাকিব ইস্যুটা একটু ডিফিকাল্ট। সে আমাদের কাছে একটা চিঠি দিয়েছে যে, ছয় মাস টেস্ট খেলবে না। এটা শোনার পর সবাই বলছে, কী করব? আমি বললাম, ওকে ডাকো। তো আমি সাকিবকে জিজ্ঞেস করলাম, খেলবা না কেন? ওখানে কিন্তু সে আইপিএলের কথা লেখে নাই। তখন আমি বললাম, না তোমাকে শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। আমাদের দেশের মাটিতে খেলা, তোমাকে খেলতে হবে। এবং সে তখন রাজি হলো।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network