ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার সৎ ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি আমি দেখেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে নির্যাতনের শিকার নুর সলেমান (৪৫) জানান, তার বাবা হোসেন ডাক্তার এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার পরিবর্তে জমি লিখে দেয়। তবে করোনা পরিস্থিতির কারণে বিদেশ যাওয়া অনিশ্চিত হওয়ায় টাকা ফেরত পাওয়ার জন্য শশীভুষণ থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ অভিযোগে জমি বাবদ ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও টাকা ফেরত দেয়নি অভিযুক্ত সৎ ভাই।
সলেমান বলেন, থানায় বাবার পক্ষ নেওয়ায় গতকাল রোববার রাতে থানা থেকে বের হয়ে হাজারীগঞ্জ যাওয়ার পথে তাকে বিবস্ত্র করে নির্যাতন করে সৎ ভাই মো. জাহাঙ্গীর (৫০), মো. কবির ( ৪০) ও জাহাঙ্গীরের ছেলে মামুন। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শশীভুষণ থানায় নেওয়া হলে তাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ‘নির্যাতনের ভিডিওটি আমিও দেখেছি। পুলিশ বা সেনা বহিষ্কৃত সদস্য কবির বেপরোয়া। আমার সামনেও সলেমানকে একবার আক্রমণ করেছে সে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network