ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এক বসতঘরে ‘বিস্ফোরণের’ পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সোমবার বিকেল ৪টার দিকে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন সমকালকে জানান, সোমবার দুপুর ২টার স্থানীয় কবির মৃধার বাড়িতে বিস্ফোরণের খবর পান তারা। বিস্ফোরণে টিনের বসতঘর উড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও নিশ্চিত নয় পুলিশ। বাড়ির বাসিন্দাদের কাউকে পাচ্ছে না পুলিশ।
ওসি আফজাল হোসেন বলেন, ‘বিস্ফোরণের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছি। অনেকে বলছে, বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া তা বলা যাবে না।’
স্থানীয় বাসিন্দাদের একজন সমকালকে বলেন, ‘মাদক ব্যবসায়ী কবির মৃধার বাড়িতে দুপুরে বিস্ফোরণ হয়। খুব জোরে বোমা ফাটছে মনে হইল।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network