অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি একটি কেবিন থেকে আগুনের সূত্রপাত। পরবর্তী সময়ে তা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে যায়। এসময় বিভিন্ন রুমের বিছানাপত্রস বিভিন্ন জিনিস পুড়ে যায়। আগুন এক পর্যায়ে ইঞ্জিন রুমে ছড়িয়ে পড়ে।

রাতে বরিশাল থেকে ছেড়ে আসা লঞ্চটি ঢাকা সদরঘাট এর ৫ নম্বর পল্টুনে রাখা ছিল। সকালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার সদরঘাটে এসে পৌঁছায়। সব যাত্রী নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন