ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সদর গার্লস)স্কুলে এসএসসি পরীক্ষার্থীকে তার সহপাঠির চড় মারাকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে। আক্রান্ত ছাত্রির বাবা বরিশাল আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়েছে, মারধোরের কারণে তার কন্যা মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে অভিযুক্ত ছাত্রি দাবি করেছে, তার মা সম্পর্কে অশালিন মন্তব্য করায় সে তার সহপাঠিকে চড় মেরেছে মাত্র।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবিরা সরোয়ার শেফা ও শাবিকুন নাহার শশি। তারা পরস্পরের বন্ধু এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ৩০ নভেম্বর সকালে স্কুল ক্যাম্পাসে সংঘাতে লিপ্ত হয় তারা।
শেফা জানান, পূর্ববিরোধের জের ধরে স্কুল ক্যাম্পাসে জুনিয়রদের সামানে তাকে মারধর করে শশি।
এ ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাকে ডাক্তারও দেখানো হয়। শশি তার ছেলে বন্ধুদের তার (আবিরা) পেছনে লেলিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও দাবি করা হয় তার মেয়ের পিছনে বখাটেদের লেলিয়ে দেয়া হয়েছে।
তবে শশি জানান, শেফা তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছেন। এর কারণ জানতে চাইলে স্কুল ক্যাম্পাসে তাকে প্রথমে আঘাত করে সে।
এ কারণে তিনি তাকে একটি চড় মেরেছেন মাত্র।
শেফার পেছনে বন্ধুদের লেলিয়ে দেয়ার অভিযোগ অস্বীকার করে শশি বলেন, নিজে থেকেই ডেসপারেট শেফা।
এদিকে, স্কুল ক্যাম্পাসে ৩০ নভেম্বরের এ ঘটনার বিষয়ে২৯ মার্চ বরিশাল কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন তার বাবা জেলার আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ারের স্ত্রী, শেফার মা মোসাঃ মৌসুমি। তিনি শেফা, শেফার মা এবং তার দুই বনাধুর বিরুদ্ধে অভিযোগ আনেন। একই দিন ওসি সরোয়ার স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেছেন।
এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোসাম্মত মৌসুমীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network