বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

স্টাফ রিপোর্টার॥ বরিশালের মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ে ১৫/২০টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা হলেন- রুস্তম আলী হাওলাদার (৭৫) এবং তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামদু বেপারী জানান, রুস্তম আলী হাওলাদার পরিবার নিয়ে শ্রীপুরের মিয়ারচর এলাকার থাকতেন। নদী ভাঙনের কবলে পড়ে তিনি পরিবার নিয়ে আলিমাবাদের গাগুরিয়ায় নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। বুধবার পৌঁনে ৫টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে গাগুরিয়া গ্রামের ১৫ থেকে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘরেই চাপা পড়েন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। স্থানীয়রা তাদের উদ্ধার করে হুমায়ন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন