ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২২
স্টাফ রিপোর্টার/
স্ত্রী সন্তান সম্ভাবা। ভর্তি করা হল হাসপাতালে। বিকালে টয়লেটে গেল প্রসুতি। সেখানেই বাচ্চা প্রসব হল। নবজাতক পরে গেল টয়লেটের ভিতরে। স্ত্রীর চ্কিারে ছুটে এল স্বামী। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে টয়লেটের পাইপের ভিতর থেকে উদ্ধার করা হল নবজাতককে।
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়।
নেয়ামত উল্লাহ বলেন, ‘তার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শনিবার বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়
। ডাক্তার সিজার করার পরামর্শ দেন। বিকেলে অপারেশনের জন্য ওষুধ কিনতে তিনি বাইরে যান।
ফিরে দেখেন টয়লেটের সামনে ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন।
‘লোকজন জানান, তার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছে। একজন আমাকে কমোডের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়েও কিছু পাইনি, কিন্তু পাইপের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালের লোকজন বলেন, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। কারো অপেক্ষা না করে তিনি নিজেই দ্রুত কমোডের পাইপ ভেঙে নবজাতককে বের করে আনেন। ভদ্রলোক জানান তার স্ত্রী প্রসববেদনায় টের পায়নি কখন সন্তান প্রসব হয়ে গেছে।
হাসপাতালের পরিচালক জানান, নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network