ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
লিটন দাসের পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহীমও। ষষ্ঠ উইকেটে ২২৫ রানের জুটিতে অবিচ্ছন্ন রয়েছেন দু’জন। মুশফিক ১০১* ও লিটন ১২৭* রানে ক্রিজে। বাংলাদেশের সংগ্রহ ৭৭ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন লিটন দাস ও মুশফিকুর রহীম। ৩৫তম ওভারের চতুর্থ লিটনের বাউন্ডারিতে তিন অঙ্কে পৌঁছায় বাংলাদেশ। আর ৩৯তম ওভারের পঞ্চম বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ৬৩তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়েছিলেন। ওভারথ্রোতে আসে আরও ৪ রান। তাতে এক বলে ৫ রানের সুবাদে পূর্ণ হয় লিটনের ক্যারিয়ারের তৃতীয় শতক
বিজ্ঞাপন
তিন অঙ্কে পৌঁছাতে লিটনের খেলতে হয়েছে ১৪৯ বল।
৪৩তম ওভারের দ্বিতীয় বলে জয়াবিক্রামাকে বাউন্ডারি হাঁকিয়ে মুশফিকও তুলে নেন অর্ধশত। এরপর ৭৬তম ওভারে ছুঁয়েছেন নবম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করতে মুশফিক লেগেছে ২১৮ বল। মুশফিক-লিটনের কল্যাণে দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়েই চা বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network