ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
নারী কেলেংকারীতে জড়িয়ে বিপাকে পড়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার কামিল মিশারা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে লঙ্কান টিম ম্যানজমেন্ট। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পাবেন ২১ বছর বয়সী এই ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াডে ছিলেন মিশারা। তবে চট্টগ্রাম কিংবা ঢাকা কোনো টেস্টেই একাদশে সুযোগ মেলেনি তার। জানা গেছে, ঢাকায় টিম হোটেলে থাকার সময় কক্ষে এক নারী অতিথি নিয়ে আসেন তিনি। সিসিটিভি ফুটেজ থেকে প্রাথমিকভাবে জানা গেছে এমন তথ্য। এতে লঙ্কান বোর্ডের আচরণবিধির ১ নম্বর ধারা ভঙ্গ করেছেন মিশারা। এ বিষয়ে এক প্রেস রিলিজে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বলেছে, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামিল মিশারাকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। সে দেশে ফেরার পর তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে ৬৬৬ রান করেছেন মিশারা। ফিফটি রয়েছে ৬টি
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় এ বাঁহাতি ওপেনারের। এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ১৫ রান করেছেন তিনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network