ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২
ঢাকা-কুয়াকাটা সড়কের হিরণ পয়েন্টে থ্রি হুইলার চালকদের ওপর ‘অত্যাচার ও হয়রানির’ প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরণ পয়েন্টে সোমবার দুপুর ১টার দিকে মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে সোয়া ২টার দিকে অবরোধ তুলে নেন থ্রি হুইলার চালকরা।
ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা শহিদুল ইসলাম বলেন, ‘হিরণ পয়েন্টে বাস মালিক সমিতির নেতাকর্মীরা অবৈধভাবে একটা চেকপোস্ট বসিয়ে আমাদের ওপর হামলা করছে প্রতিনিয়ত। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমরা কোথাও যাত্রী নিয়ে যেতে পারি না বাস মালিক সমিতির নেতাকর্মীদের কারণে।’
ব্যাটারিচালিক রিকশা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা মনীষা চক্রবর্তী বলেন, ‘দিন দিন বাস মালিক সমিতির নেতারা থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন বাড়াচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানাচ্ছি। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।’
বরিশাল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বাস মালিক সমিতির নেতারা অনেক আগে থেকেই থ্রি হুইলার মহাসড়কে চলতে দেয় না। তাদের দাবি হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে তাই চলতে দেয়া যাবে না। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে থ্রি হুইলার চালকরা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network