ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২
ভোলার তজুমদ্দিনের চর জহিরউদ্দিনে স্ত্রীর পরকীয়া প্রেমিকের সহায়তায় অন্ডকোষ ও বালিশ চাপা দিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা করা হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে প্রেমিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, রবিবার সকালে স্বামী হুমায়ুন কবিরকে হত্যার অভিযোগ স্বীকার করায় স্ত্রী শারমিন বেগম ও প্রেমিক লিটনকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়। স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসবাদে স্বাকারোক্তি মূলক জবানবন্দি মতে জানাগেছে, শুক্রবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে তারা দুইজনে মিলে ঘুমন্ত হুমায়ুন কবিরের অণ্ডকোষ ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। মৃত হুমায়ুন কবির(৩২) সোনাপুর ইউনিয়নের চরজহিরউদ্দিন অংশের ৩নং ওয়ার্ডে চর শাওন এলাকার নুরুল ইসলামের ছেলে। আটককৃতরা হলো ১। শারমিন বেগম(২৭) স্বামী নিহত হুমায়ুন কবির, ২। মোঃ লিটন (৩২) পিতা আবুল কাশেম উভয় সাকিন চরজহিরউদ্দিন ৩নং ওয়ার্ড, সোনাপুর, তজুমদ্দিন, ভোলা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব বড়ুয়া আসামীদের কোর্টে হাজির করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network