ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২
ভোলার চরফ্যাশনে জলদস্যুদের হামলার ভয়ে সাগরে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় সমুদ্রের পানিতে থাকা নিজ ট্রলারের জালে জড়িয়ে দুজনেরই মৃত্যু হয়। গতকাল শনিবার দিবাগত রাতে সাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) এবং একই এলাকার মৃত আ. খালের ছেলে মিজান মাঝি (৪০)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
চরফ্যাশন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এ সময় একদল জলদস্যু তাদেরকে হামলার চেষ্টা করে। জলদস্যুদের হাত থেকে বাঁচতে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেয়। এ সময় সাগরে থাকা নিজেদের মাছ ধরার জালে পেঁচিয়ে দুজনই মারা যান।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network