জলদস্যুর ভয়ে সাগরে ঝাঁপ, প্রাণ গেল দুই জেলের

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

জলদস্যুর ভয়ে সাগরে ঝাঁপ, প্রাণ গেল দুই জেলের

ভোলার চরফ্যাশনে জলদস্যুদের হামলার ভয়ে সাগরে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় সমুদ্রের পানিতে থাকা নিজ ট্রলারের জালে জড়িয়ে দুজনেরই মৃত্যু হয়। গতকাল শনিবার দিবাগত রাতে সাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) এবং একই এলাকার মৃত আ. খালের ছেলে মিজান মাঝি (৪০)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

চরফ্যাশন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এ সময় একদল জলদস্যু তাদেরকে হামলার চেষ্টা করে। জলদস্যুদের হাত থেকে বাঁচতে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেয়। এ সময় সাগরে থাকা নিজেদের মাছ ধরার জালে পেঁচিয়ে দুজনই মারা যান।

তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন