ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
বরিশাল সিটি করপোরেশনের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪১৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৭২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এক ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বাজেট ঘোষণা করেন ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু।
ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৭৭৮ টাকা। এছাড়া সরকারি অনুদান (থোক ও বিশেষ) ৩২ কোটি ৫৫ লাখ টাকা এবং দাতা সংস্থার প্রকল্প বাবদ অনুদান ধরা হয়েছে ২৩৮ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৯৭৯ টাকা।
২০২১-২০২২ অর্থ বছরে ঘোষণা করা হয়েছিলো ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার বাজেট। যা সংশোধিত আকারে ২৯৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫শ’ ৬০ টাকা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এবার গত বছরের চেয়ে ৩ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৬ টাকা বেশি বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
ভার্চ্যুয়াল বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএস আক্তারুজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ সহ সরকারি-কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা সংযুক্ত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network