ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২
আজ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সাথে বরিশাল মহানগরীর সকল মসজিদের ইমাম’দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদের ইমাম’দের সাথে মতবিনিময়কালে এ সময় তিনি বলেন, ” সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় কোন প্রকার অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে। ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ইমামগণ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network