ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২
বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সেই বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।বুধবার রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশ ছাত্রলীগ বেতাগী উপজেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রচার হলে তা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ নিয়ে বুধবার বরগুনা সাংবাদিক ইউনিয়নে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন ভিডিওটি ভুয়া দাবি করে সংবাদ সম্মেলন করেন।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রেজাউল কবির রেজা জানান, বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।
তিনি আরও জানান, তার ইয়াবা সেবনের ভিডিওটি ভাইরাল হওয়ার আগ থেকেই আমরা এ কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network