প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের হয় চোখ নষ্ট। যদি চোখ নষ্ট হয়, তাহলে চোখের ডাক্তার দেখাতে পারে। আমরা ভালো আই ইনস্টিটিউট করে দিয়েছি। তাহলে তারা দেখতে পারবে।’
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম যোগাযোগ পথের (টানেল) একটি সুড়ঙ্গের (টিউব) পূর্ত কাজ সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে এই পূর্ত কাজের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি সেখানেই কথাগুলো বলেন।
পূর্ত কাজ সমাপ্তি উপলক্ষে আজ সকালে টানেলের চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তে উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আমি মনে করি যে আমাদের অপোজিশন (বিরোধীরা) চোখ থাকতে অন্ধ। তারা দেখেও না দেখার ভান করে। কারণ, তারা নিজেরা কিছু করতে পারেনি। ভবিষ্যতেও কিছু করতে পারব না। দেশকেও দিতে পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ওরা অর্থ চোরাচালান করতে পারবে, ওই ১০ ট্রাক অস্ত্র চোরাচালানি করতে পারবে। ও রকম অস্ত্র অর্থ চোরাচালানি, অর্থ আত্মসাৎ এগুলো পারবে। তারা মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না, এটা হলো বাস্তবতা।
<p>সম্পাদক: কাজী মফিজুল ইসলাম</p>
Copyright © 2025 বরিশাল প্রতিদিন. All rights reserved.