ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে জাপান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হতো।
এমন সহজ সমীকরণের ম্যাচে রোববার কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হয় জাপান। কিন্তু জয় ছিনিয়ে নেয়া তো দূরে থাক! পরাজয়ও এড়াতে পারেনি জাপানিরা।
কোস্টারিকার বিপক্ষে জাপান হারে ১-০ গোলের ব্যবধানে। কোস্টারিকার জয়সূচক একমাত্র গোলটি করেন কিশার ফুলার। কোস্টারিকার এই জয়ে ই গ্রুপের খেলা জমে গেল।
‘ই’ গ্রুপে এক ম্যাচে জয়ে পেয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে একটি করে জয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে জাপান ও কোস্টারিকা। এক ম্যাচে কোনো পয়েন্ট তুলতে না পেরে গ্রুপের সবার পরেই অবস্থান জার্মানির।
এদিন ‘ই’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করে জাপান-কোস্টারিকা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে কিশার ফুলারের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। এরপর অনেক চেষ্টা করেও সেই গোল পরিশোধ করতে পারেনি জাপান। ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছিল কোস্টারিকা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network