ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে বিএনপি নেতা জসিম উদ্দীন হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মো. মাহতাব উদ্দিনকে আটক করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, ঢাকার মহাসমাবেশে যোগদান ঠেকাতে অন্যায়ভাবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে।
দুমকী থানার ওসি মো. আবদুস সালাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালীর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network