ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
২০২২ সালের পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা দল গড়েছে উইজডেন। ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-এর মধ্যকার পারফরম্যান্সের ভিত্তিতে দল সাজিয়েছেন ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ডট কমের লেখকরা। এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে উইজডেন ডট কমের লেখকদের দৃষ্টি আকর্ষণ করেছেন মিরাজ।
একাদশে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের দুইজন করে ক্রিকেটার রয়েছেন। অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
একনজরে উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ
১) ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
২) ইমাম উল হক (পাকিস্তান)
৩) বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক)
৪) শ্রেয়াস আয়ার (ভারত)
৫) টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক)
৬) র্যাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা)
৭) মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)
৮) আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
৯) মোহাম্মদ সিরাজ (ভারত)
১০) অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া)
১১) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
দ্বাদশ ব্যক্তি – সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network