ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
পটুয়াখালীর গলাচিপায় আইনজীবীসহ ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, বুধবার (৪ জানুয়ারি) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে এই মামলা দায়ের করেন, আদালত গলাচিপা থানাকে তিন কর্মদিবসের মধ্যে মামলা গ্রহণের আদেশ দিয়েছেন,
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী সমিতির নবনির্মিত চারটি চেম্বারঘর বরাদ্দ ও আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের জায়গা নির্ধারণের জন্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলমসহ নেতারা গলাচিপা আসেন
চারটি চেম্বার ঘরের বিপরীতে পাঁচজন অ্যাডভোকেট আবেদন করেন, ওই দিন ঘর বরাদ্দের জন্য লটারি হওয়ার কথা ছিল, গলাচিপা আদালতের আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. আল মামুন খান লটারি বা কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই ২ নম্বর কক্ষটি তালাবদ্ধ করে দখল করে রাখেন, এ নিয়ে আইনজীবী নেতাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অ্যাডভোকেট মো. আল মামুন খান ও তাঁর সহযোগীরা তাদেরকে লাঞ্ছিত করেন
এ ঘটনায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলহাজ মো. ফিরোজ আলম বাদী হয়ে মো. সাবু প্যাদা, মো. রুবেল, মো. আল মামুন খান, হুন্ডা শাহিন, মো. ফিরোজ ও মো. মলিকে আসামি করে পটুয়াখালী আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে মামলা দায়ের করেছেন,
এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আল মামুন খান সংবাদকর্মীদের বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে,
গলাচিপার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান জানান, আদালতের কোনো আদেশ এখনো হাতে পাইনি
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network