ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এসময় হামলায় বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচি ফরিদপুর শহরের অম্বিকা হল মাঠে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সহস্রাধিক নেতাকর্মী। ঘণ্টা দেড়েক নেতারা বক্তব্য দেয়া পর হঠাৎ শতাধিক মোটরসাইকেলে হেলমেট পরিহিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কর্মসূচির কাছে মহড়া দেয়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। একপর্যায়ে বিএনপি নেতাদের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে আওয়ামী লীগ নেতারা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপি নেতারা একত্র হয়ে আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আওয়ামী লীগের নেতাদের ইটপাটকেলের আঘাতে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network