ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই ছবির নায়িকা ববি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বাধ্য হয়ে শুটিংয়ের মাঝপথেই ঢাকায় ফিরতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শে এখন পুরোপুরি বিশ্রামে আছেন ববি।
১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুটিং শুরু হয় ‘মেঘনা কন্যা’ ছবির। শুটিংয়ের মধ্যেই বুকে ব্যথা, কাশি, মাথাব্যথা হয় ববির। পরে সেখান থেকে বরিশাল শহরে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফেরেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারেন নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন তিনি।
ববি জানান, ‘মেঘনা কন্যা’ ছবিতে আট দিনের শিডিউল ছিল তাঁর। লোকেশনটি ছিল চর অঞ্চলে, যা বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে ট্রলারে আসতে হয়।
তিনি বলেন, ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন ওই চিকিৎসক। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’
নিজের অসুস্থতা নিয়ে ববি আরও বলেন, ‘আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পরপর নেবুলাইজার ব্যবহার করতে হয়।’
চিকিৎসক ববিকে অন্তত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network