ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
বিপিএলের চলমান আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ইতোমধ্যে প্লে-অফের সেরা চার দল পেয়ে গেছে বিপিএল। এর মধ্যে গত দু’দিন বিপিএলের কোনো ম্যাচ ছিল না।
এই সুযোগটায় ওমরাহ পালন করতে উড়াল দেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওমরাহ শেষে গতকাল সকালে ঢাকায় ফিরেছেন তিনি।
আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
শেষ চার নিশ্চিত করলেও এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে অবস্থান করবে। চার দলেরই চোখ প্রথম কোয়ালিফায়ারের দিকে। তাই চার দলই চাইবে সেরা দুইয়ে থাকতে।
প্রথম কোয়ালিফায়ারে খেলার সবচেয়ে বড় সুবিধা হারলেও ফাইনাল খেলার বাড়তি একটা সুযোগ পাওয়া পায়। তিন ও চার নম্বরে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচ। ওই ম্যাচে যারা জিততে তারা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেই দল হারবে সেই দল বিপিএল থেকেই বিদায় নেবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network